
রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা মেট্রোর সম্প্রসারণে শীঘ্রই যোগ হতে চলেছে আরো এক নতুন পালক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৪ এপ্রিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত ২.৬ কিলোমিটার দীর্ঘ নবনির্মিত অংশের উদ্বোধন করবেন বলে আশা করা যাচ্ছে। এই উদ্বোধনের ফলে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো রুটটি অবশেষে চালু হয়ে যাবে।
এই গুরুত্বপূর্ণ অংশটি জনসাধারণের জন্য খোলার আগে একাধিক গুরুত্বপূর্ণ অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। জানা গিয়েছে, কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএস) আগামী ১৪ এপ্রিল এই নতুন রুটের পরিদর্শন করবেন। তার আগে, রাজ্য অগ্নি নির্বাপণ বিভাগ আগামী ৮ এপ্রিল এই অংশের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে পারে। এই সমস্ত ছাড়পত্র পাওয়ার পরই যাত্রীদের জন্য এই রুটে মেট্রো পরিষেবা শুরু করা সম্ভব হবে।
অন্যদিকে, কলকাতা মেট্রোর ইতিহাসে আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। নোয়াপাড়া থেকে বিমানবন্দর পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ মেট্রো লাইনটি আগামী জুলাই মাসে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি হবে কলকাতার প্রথম বিমানবন্দর সংযোগকারী মেট্রো লাইন। বর্তমানে এই রুটের কমিশনার অফ রেলওয়ে সেফটির অনুমোদনের অপেক্ষা করছে কর্তৃপক্ষ। এই রুটটি চালু হলে শহরবাসীর বিমানবন্দর যাতায়াত আরও সহজ হবে।
Be the first to comment