অল্পের জন্য বাঁচলেন ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবি আহমদ

Spread the love

অল্পের জন্য বাঁচলেন ইথিওপিয়ার নতুন প্রধানমন্ত্রী আবি আহমদ। শনিবার তাঁর জনসভায় ভয়ঙ্কর বিস্ফোরণ হয়। বিস্ফোরণে বহু লোকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কোনওমতে প্রধানমন্ত্রীকে বের করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি বলেছেন, যারা ইথিওপিয়াকে এক দেখতে চায় না, এটা তাদের ব্যর্থ প্রচেষ্টা। রাজধানী আদ্দিস আবাবার মেস্কেল স্কোয়ারে গ্রেনেড ছুঁড়েই এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে সেদেশে অশান্ত বিক্ষোভ চলছে। ফেব্রুয়ারিতে হাইলেমারিয়াম দেসালেগান প্রধানমন্ত্রীত্ব ছাড়ার পর আবে তাঁর জায়গায় এসেছেন। তিনি ওরোম জনগোষ্ঠীর, যারা বহদিন ধরে রক্তক্ষয়ী আন্দোলন চালিয়ে আসছে। তাতে মৃত্যু হয়েছে অনেকের। মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যার দায়ে ইথিওপিয়া সরকার দীর্ঘদিন ধরেই অভিযুক্ত। তবে আবে ক্ষমতায় আসার পর থেকে প্রশাসন অনেক শিথিল হয়েছে, ফের চালু হয়েছে বহু সংবাদপত্র ও টিভি চ্যানেল। লোকে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার আশা করছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*