প্রচণ্ড ঠাণ্ডায় গোটা ইউরোপবাসীর জনজীবন বিপর্যস্ত। সাইবেরিয়ান বা আর্টিক বায়ুর প্রভাবে এই অবস্থা। ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি ও সুইজারল্যান্ড সহ একাধিক ইউরোপিয়ান দেশে তীব্র শীতে এখনও পর্যন্ত কমপক্ষে ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে জানা গিয়েছে। তীব্র তুষারপাতে রাস্তা বন্ধ হয়ে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে রেল যোগাযোগ। বিরূপ আবহাওয়ার কারণে হাজারও ফ্লাইট বাতিল করতে হয়েছে। বিভিন্ন দেশে স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। বিরূপ আবহাওয়ার কারণে গত সোমবার জার্মানির দুটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এ অবস্থায় বিভিন্ন দেশে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। তীব্র শীতে মৃতদের মধ্যে অধিকাংশই গৃহহীন ও শরণার্থী ছিলেন। বয়স্ক ও শিশুরা ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বছরে রেকর্ড পরিমাণ ঠান্ডা পড়েছে। ব্রিটেনে আবহাওয়ার এ অবস্থাকে ‘দ্য বিস্ট ফ্রম দ্য ইস্ট’ নামে অভিহিত করেছেন আবহাওয়াবিদরা। ডাচরা এ অবস্থাকে ‘সাইবেরিয়ান বিয়ার’ ও সুইডিসরা একে ‘তুয়ার তীর’ বলে অভিহিত করেছেন।
ব্রিটেনে যাত্রীদের সন্ধ্যা ৬টার মধ্যে বাড়ি ফিরতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। ফ্রান্সের রাজধানী প্যারিসে ৩ হাজার গৃহহীনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।
ছবি, তথ্য সূত্র থেকে
Be the first to comment