সুপ্রিম নির্দেশে পুরো প্যানেল বাতিল হলেও, ক্যানসার আক্রান্ত সেই সোমার রইল চাকরি

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- সুপ্রিম নির্দেশে বাতিল এসএসসির ২০১৬ সালের ২৬ হাজারের প্যানেল। নিমেষে চাকরি হারালেন ২৫,৭৫২ জন চাকরি প্রার্থী। তবে মানবিকতার খাতিরে চাকরি রইল নলহাটির ক্যানসার আক্রান্ত সেই সোমা দাসের। শীর্ষ আদালত জানিয়েছে, ‘সোমা চাকরিতে বহাল থাকবেন।’
২০১৬ সালের এসএসসির প্যানেলের বেআইনি পথে নিয়োগ হয়েছে বলে অভিযোগ ওঠে বেশ কয়েকবছর আগে। টাকার বিনিময়ে চাকরি বিক্রি করা হয়েছে বলেই দাবি করা হয়। জল গড়ায় আদালত পর্যন্ত। রাস্তায় নামেন যোগ্য প্রার্থীরা। বছরের পর বছর চলেছে মামলা। ২০১৯ সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে যে চাকরিপ্রার্থীরা বেশ কয়েকমাস অনশন-আন্দোলন চালিয়েছিলেন, তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বীরভূমের নলহাটির বাসিন্দা সোমা দাস। আন্দোলনের মাঝেই চলেছিল তাঁর ক্যানসারের চিকিৎসা। পরবর্তীতে মানবিকতার খাতিরে তাঁকে নিয়োগের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। বর্তমানে নলহাটি ১ নম্বর ব্লকের মধুরা হাই স্কুলের বাংলার শিক্ষিকা হিসেবে কর্মরত তিনি।
সোমা চাকরি পেলেও ২০১৬ সালের প্যানেলের চাকরিরতদের ভাগ্য দীর্ঘদিন ঝুলে ছিল আদালতে। গত এপ্রিলে ২৬ হাজারের চাকরি বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এরপরই জল গড়ায় সুপ্রিম কোর্টে। চাকরি বাতিল করার নির্দেশকে চ্যালেঞ্জ করে গতবছর ২২ এপ্রিল সুপ্রিম কোর্টে যায় শিক্ষকদের একাংশ। বৃহস্পতিবার সেই মামলার রায় ঘোষণা করল শীর্ষ আদালত। ২০১৬ সালের ২৬ হাজারের প্যানেল বাতিলের নির্দেশ দেন প্রধান বিচারপতি। পাশাপাশি
১২ শতাংশ সুদ-সহ টাকা ফেরানোর নির্দেশও দেওয়া হয়। কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে, ক্যানসার আক্রান্ত সোমা দাসের চাকরি থাকবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*