ইভিএম নিয়ে কারসাজি করতে পারে বিজেপি, পাহারায় কংগ্রেস ও আপের কর্মী সমর্থকরা

Spread the love

ভোট শেষ। এবার শুরু ইভিএম বাঁচানোর লড়াই। ভয়, ইভিএম নিয়ে যেকোনও কারসাজি করতে পারে বিজেপি। তাই পাহারা দিতে নেমে পড়লেন কংগ্রেস ও আমআদমির কর্মী সমর্থকরা। এমনটাই দাবি মধ্যপ্রদেশের ভোপাল জেলের সামনে অবস্থানরত কংগ্রেস ও আপের সমর্থকদের। তাঁদের বিশ্বাস ইভিএম নয়, জনগণের ভবিষত্যতকেই পাহারা দিয়ে রাখছেন তাঁরা।

শুক্রবার থেকেই জেলের সামনে পালাক্রমে পাহারা দিয়ে চলছেন সবাই। যদিও তাতে পুরোপুরি দুশ্চিন্তা মুক্ত হওয়া গেল না। শনিবার সকালে আচমকাই স্ট্রং রুমের বিদ্যুত্‌ সংযোগ সাময়িক ভাবে বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায় স্ট্রংরুমের ভিতরে লাগানো সমস্ত সিসি ক্যামেরা। বাইরে লাগানো এলইডি টিভি। মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে জেলের বাইরে। এই ঘটনায় বিক্ষোভে নামে কংগ্রেস-আপকর্মীরা। ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা।

সূত্রের খবর, ১১ ডিসেম্বর পর্যন্ত ইভিএম পাহারা দিয়ে রাখার সিদ্ধান্ত নিয়ে মধ্যপ্রদেশের কংগ্রেস কমিটি। সেইমতো, কর্মী সমর্থকদের নির্দেশ দেওয়া হয়েছ। রাজ্য কংগ্রেস সভাপতি অরুন যাদবের দাবি, গোটা দেশেই গণতন্ত্র বিপন্ন। তাই ইভিএম পাহারা না দিয়ে উপায় নেই। যদিও ডিআইজি ধর্মেন্দ্র প্রধান সব রাজনৈতিক দলকেই ইভিএমের নিরাপত্তা নিয়ে আশ্বস্ত করেছেন। আপ ও কংগ্রেস কর্মীদের উদ্দেশে বলেন, স্ট্রং রুমের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। কোনওভাবে ফাঁকি দিয়ে সেখানে প্রবেশ সম্ভব নয়। কিন্তু পুলিশের কর্তার কথার উপরেও পুরোপুরি ভরসা রাখতে পারছেন না তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*