আজ বিজেপিতে মেগা যোগদান পর্ব। একদিকে যেমন হেস্টিংস-এ নির্বাচনি কার্যালয়ে মুকুল রায়ের হাত থেকে পদ্মপতাকা তুলে নেবেন অনেকে, তেমনি দিলীপ ঘোষও বেশ কিছু মানুষের হাতে তুলে দেবেন গেরুয়া পতাকা। এঁদের মধ্যে উল্লেখযোগ্য ঝুমা দাস। ঝুমা এর আগে কলকাতা পুরসভার কাউন্সিলার ছিলেন। এক আধ বছর নয় টানা ১০ বছর ধরে। ২০০৫ থেকে ২০১৫ কলকাতা পুরসভার ৩৪ নম্বর ওয়ার্ডে ঝুমা ফরওয়ার্ড ব্লকের কাউন্সিলার ছিলেন। হঠাৎ বামফ্রন্ট থেকে বিজেপিতে যোগদান কেন? ঝুমার বক্তব্য, মানুষের জন্য কাজ করতে চাই। কেন্দ্রে বিজেপি সরকার আছে। রাজ্যেও বিজেপি সরকার আসতে চলেছে। তাই মানুষের জন্য কাজ করতে গেলে বিজেপির ছাতার তলায় আসতে হবে। বেলেঘাটা অঞ্চলে ঝুমা কাছের মানুষ, কাজের মানুষ বলে পরিচিত। ঝুমা কি বিধানসভা বা কলকাতা পুরসভার প্রার্থী হতে চলেছেন? উত্তরে চটজলদি জবাব, দলের একজন কর্মী হিসেবে আমি যোগদান করতে চলেছি। দল যা দায়িত্ব দেবে তা মাথা পেতে নেব।
Be the first to comment