অষ্টম শ্রেণী পর্যন্ত সবাই পাশ, বড় সিদ্ধান্ত নিলো রাজ্য সরকার

Spread the love

প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত সবাইকে পাশ করিয়ে দেওয়া হবে। সিবিএসসি-র পথে হেঁটে এমনই সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পরীক্ষা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। এই বিষয়ে এখনও আলোচনা চলছে। তবে আপাতত প্রযুক্তির সাহায্যে ক্লাস নেওয়ার চিন্তাভাবনায় জোর দেওয়া হচ্ছে।

মূলত ই-মেল, ওয়েবসাইট বা টেলিভিশনের মাধ্যমে ক্লাস নেওয়া যায় কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, করোনা সংক্রমণ যাতে ছড়াতে না পারে, তাই ১৬ মার্চ থেকে রাজ্যের স্কুলগুলিতে পঠনপাঠন বন্ধ রয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত তা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। এরপর পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও আগে জানানো হয়েছিল।

দেশ জুড়ে করোনা ভাইরাসের দাপট সবচেয়ে বড় মাথাব্যথার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাতেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। বিভিন্ন রাজ্যেও এই সিদ্ধান্ত লাগু হয়েছিল। পশ্চিমবঙ্গে মধ্যে মার্চেই ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ বন্ধ রাখার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষাও।

পিছিয়ে গিয়েছিল মাধ্যমিক পরীক্ষার ফলঘোষণাও। কারণ, স্কুল বন্ধ থাকায় পরীক্ষকরা সময়মতো খাতা জমা দিতে পারেননি। ১৫ এপ্রিলের পর নতুন করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।

অন্যদিকে, এইচআরডি মন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’ বুধবার ঘোষণা করেন, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা বোর্ড (সিবিএসই) উচ্চতর শিক্ষাপ্রতিষ্ঠানে পদোন্নতি ও ভর্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ২৯টি প্রধান বিষয়ের জন্য দশম ও দ্বাদশ শ্রেণি পরীক্ষা নেওয়া হবে৷ বাকি বিষয় গুলির জন্য সিবিএসই বোর্ড পরীক্ষা নেবে না৷ সেই বিষয়গুলি চিহ্নিতকরণ করে দ্রুত মূল্যায়ন জারি করা হবে৷’

করোনাভাইরাসের কারণে স্থগিত হয়েছিল সিবিএসই-র পরীক্ষা৷ তারপর সারা দেশে ২১ দিনের লকডাউনে স্তব্ধ হয়ে যায় সবকিছু৷ এই পরিস্থিতি বুধবার এইচআরডি মন্ত্রক সিবিএসই-কে কেবলমাত্র ২৯টি প্রধান বিষয়ের জন্য বোর্ডের পরীক্ষা দেওয়ার পরামর্শ দিয়েছে৷ যা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য প্রয়োজনীয় এবং বিশ্ববিদ্যালয় ভর্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ বাকি বিষয়গুলি সিবিএসই বোর্ড পরীক্ষা নেবে না৷ সেগুলি চিহ্নিতকরণ মূল্যায়নের জন্য নির্দেশাবলী শীঘ্রই জারি করা হবে বলে জানা গিয়েছে৷

এদিন কী বললেন শিক্ষামন্ত্রী?

শুনুন!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*