আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আজ থেকে কন্ট্রোল রুম চালু করতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যায় কন্ট্রোল রুমের নম্বরগুলিতে ফোন করলে দ্রুত পদক্ষেপ করা হবে বলে জানানো হয়েছে।
কন্ট্রোল রুমের বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদের সচিব পার্থ কর্মকার বলেন, যার যা সমস্যা হবে সেটা কন্ট্রোলরুমে ফোন করে জানাতে পারবে। পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক যে কেউ সমস্যা নিয়ে ফোন করতে পারবেন। যেমন অ্যাডমিট কার্ডে ভুলে আছে, অ্যাডমিট কার্ড আসেনি বা নামের ভুল আছে বা পরীক্ষা সংক্রান্ত যে কোনও বিষয় হতে পারে। অনেক সময় পরীক্ষা দিতে আসার সময় বা পরীক্ষা চলাকালীন ছোটখাটো কোনও দুর্ঘটনার কবলে পড়লে নিয়ম অনুযায়ী, রাইটার কীভাবে পাবে তার জন্য বা হাসপাতালে পরীক্ষা দেওয়ার অনুমতির জন্য ফোন করা যাবে।
তাৎক্ষণিক এই সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের জন্য নির্ধারিত দু’টি নম্বর ছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি সহ অন্য আধিকারিকদের অফিস নম্বরের পাশাপাশি তাঁদের মোবাইল ফোনের নম্বরও দেওয়া হয়েছে। এই কন্ট্রোল রুম আজ থেকে চালু হবে এবং পরীক্ষার শেষদিন পর্যন্ত চালু থাকবে।
মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া নম্বরের তালিকা :
কন্ট্রোল রুমের নম্বরগুলি হল:
- ০৩৩ ২৩৫৯ ২২৬৪
- ০৩৩ ২৩৫৯ ২২৭৪
মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির নম্বর:
- ০৩৩ ২৩২১ ৩০৮৯
- ০৩৩ ২৩২১ ৩৮১২
- ৯০৫১৪১৪১১১
মধ্যশিক্ষা পর্ষদের ভারপ্রাপ্ত সচিবের নম্বর:
- ৯০৫১০৬৮৫৪৮
ডেপুটি সেক্রেটারি (পরীক্ষা):
- ০৩৩ ২৩২১ ৩৮৪৪
- ০৩৩ ২৩২১ ৩২১৬
- ৯৯০৩৪২১১৯৯
ডেপুটি সেক্রেটারি (শিক্ষা):
- ৭০০১৩৪৫৩২১
ডেপুটি সেক্রেটারি (কনফিডেন্সিয়াল):
- ৯৮৭৪৪৯৯৪২০
Be the first to comment