ঈদের আগের দিন মহারাষ্ট্রের বীড় গ্রামের মসজিদে বিস্ফোরণ,গ্রেপ্তার ২

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- ঈদের আগে মহারাষ্ট্রের মসজিদে বিস্ফোরণ ঘিরে চাঞ্চল্য। রবিবার ঘটনাটি ঘটেছে বীড় জেলার গেভরাই তহসিলের অর্ধ মাসালা গ্রামে। জিলেটিন স্টিক ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়। বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে দুই অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। তাঁরা স্থানীয় বাসিন্দা বলেই প্রাথমিক ভাবে জানা গিয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মসজিদের মধ্যেই এই বিস্ফোরণ ঘটেছে। ভোর ৪টে নাগাদ পুলিশকে এই বিস্ফোরণের খবর দেন গ্রাম প্রধান। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হন তালাওয়াড়া থানার পুলিশ। তদন্তে জানা যায়, মসজিদের পিছনের দরজা দিয়ে ভিতরে প্রবেশ করেছিল অভিযুক্ত। এরপর জিলেটিন স্টিক দিয়ে মসজিদের মধ্যে এই বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় মসজিদের ভিতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ধসে গিয়েছে দেওয়ালের একাংশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন বীড় পুলিশ সুপার নবনীত কানওয়াত ও অন্যান্য শীর্ষ আধিকারিকরা।
মসজিদের ভেতরে বিস্ফোরণের ঘটনায় বীড় পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আইন অনুযায়ী তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*