রাজাবাজারে উদ্ধার ১০ কেজি বিস্ফোরক, গ্রেফতার ২

Spread the love

রাজাবাজার থেকে উদ্ধার হলো ১০ কেজি বিস্ফোরক। ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF) । তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র । তবে কী উদ্দেশে ওই বিস্ফোরক পাচার করা হচ্ছিল তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। কোনও নাশকতার ছক ছিল কি না তা জানার চেষ্টা করছে এসটিএফ।

উল্লেখ্য, স্পেশাল ফোর্সের গোয়েন্দারা সূত্র মারফত খবর পায় রাজাবাজারে জড়ো করা হয়েছে প্রচুর বিস্ফোরক। সেগুলির হাতবদল করা হবে। সেই মতো রুটিন চেকিং চলাকালীন শুক্রবার রাতে রাজাবাজার ট্রাম ডিপোর সামনে থেকে আটক করা হয় দু’জনকে। ফৈয়াজ আলম ও মুকিম খান নামে ওই দু’জনের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র। এরমধ্যে মুকিমের বাড়ি উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। ফৈয়াজ হুগলির পাণ্ডুয়ার বাসিন্দা। তাদের কাছ থেকে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তা কী জাতীয় তা পরীক্ষার পরই বোঝা যাবে বলে জানিয়েছে পুলিশ।

ধৃতদের জিজ্ঞাসাবাদের পর গোয়েন্দারা জানতে পেরেছে তারা অস্ত্র ও বিস্ফোরক চক্রের সঙ্গে জড়িত। এই চক্র হুগলি এবং উত্তর ২৪ পরগনায় সক্রিয় রয়েছে। ধৃতদের জঙ্গি যোগ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি ওই বিস্ফোরক কার হাতে তুলে দেওয়া হতো তাও খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*