মাসানুর রহমান,
প্রথম উপায় অতি সাধারণ ও বিনাখরচে সম্ভব। যদি কাচের চশমার কাচে কোথাও দাগ অর্থাৎ স্ক্র্যাচ লেগে যায় তাহলে আপনারা এক চামচ বেকিং সোডা ও একচামচ জল নিয়ে দুটিকে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে সেটিকে কাচের ওপর লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণ। তারপর একটু ঘোষে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। দেখবেন স্ক্র্যাচ উঠে গেছে।
আপনারা টুথপেস্ট ও ব্যবহার করতে পারেন।প্রথমে আঙুলে করে টুথপেস্ট নিয়ে কাচে লাগিয়ে টিস্যুর সাহায্যে হালকা করে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলেই দেখবেন স্ক্র্যাচ উঠে গেছে। তবে যদি দাগটি গভীর হয় তাহলে এই পদ্ধতি ৩-৪ দিন অণুসরন করতে হবে।
এছাড়াও আপনারা গাড়ির গ্লাস ক্লিনার কিংবা কম্পিউটার এর স্ক্রিন পরিস্কার করার দ্রবণ ও ব্যাহার করতে পারেন।এই ধরনের দ্রবণগুলি স্যাতস্যাতে ভাব দূর করে, আর যেকোন রকম ক্ষুদ্র অমসৃণ অংশকে মসৃণ করতে পারে। এই দ্রবণটিকে কাচের ওপর লাগিয়ে টিস্যুর সাহায্যে হালকা করে ঘোষে জল দিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলেই দেখবেন স্ক্র্যাচ উঠে গেছে।
Be the first to comment