বেশ কয়েকজন সাংবাদিকের ফেসবুক আইডি বন্ধ করে দিলো ফেসবুক কর্তৃপক্ষ, কেন জানেন?

A smartphone user shows the Facebook application on his phone in the central Bosnian town of Zenica, in this photo illustration, May 2, 2013. Facebook Inc's mobile advertising revenue growth gained momentum in the first three months of the year as the social network sold more ads to users on smartphones and tablets, partially offsetting higher spending which weighed on profits. REUTERS/Dado Ruvic (BOSNIA AND HERZEGOVINA - Tags: SOCIETY SCIENCE TECHNOLOGY BUSINESS) - RTXZ81J
Spread the love
বিরোধী স্বরের ঠাঁই নেই। এ কথা কোনও দিনই নতুন ছিল না। নানা রকম ছলেই বারবার বুজিয়ে দেওয়া হয়েছে সরকার-বিরোধী কণ্ঠ। বারবার এর মুখ্য শিকার হয়েছেন সাংবাদিকেরা। গত কয়েক বছরে বারবার আততায়ীর অস্ত্রের কোপ পড়েছে তাঁদের উপর। তবে এবার কণ্ঠ বোজানোর অন্য উপায় সামনে এসেছে। বেশ কয়েক জন সাংবাদিকের ফেসবুক আইডি বন্ধ করে দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ।
সম্প্রতি মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছনোর একটা বড় মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক। প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমে কোনও বিতর্কিত বক্তব্য প্রকাশ করা যতটা কঠিন, ফেসবুকে ততটাও নয়। নিজের আইডি থেকে কোনও বক্তব্য পোস্ট করতে তেমন কোনও ফিল্টারের মধ্যে দিয়ে যেতে হয় না অ্যাকাউন্ট মালিকদের। ফলে বহু সাংবাদিকই সংবাদমাধ্যমের পাশাপাশি ফেসবুকেও লেখালেখি চালিয়ে যান। সরকারের সমালোচনা অনেক সরাসরি এবং স্বচ্ছ ভাবে করা যায় সেখানে।
আর এই বিষয়টিকেই বন্ধ করতে চাইছে সরকার। তাই একের পর এক সাংবাদিকের ফেসবুক আইডি লক করে দিয়েছেন ফেসবুক কর্তৃপক্ষ। ইতিমধ্যেই জনতা কা রিপোর্টার, ক্যারাভান ডেইলি, বোলতা হিন্দুস্তান পত্রিকার বেশ কয়েক জন সাংবাদিকের ফেসবুক আইডি বন্ধ হয়েছে। প্রত্যেকেই এর আগে একাধিক বার মোদী সরকার-বিরোধী কথা বলেছেন নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে।
সাংবাদিকেরা বলছেন, সম্প্রতি রাফায়েল দুর্নীতি নিয়ে খবর প্রকাশ হওয়ার পরেই এই ‘তৎপরতা’ দেখাতে শুরু করেছেন ফেসবুক কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*