আবারও থমকে গেলো ফেসবুক

Spread the love

আবারও থমকে গেল ফেসবুক ৷ রবিবার সন্ধ্যায় জনপ্রিয় এই সোশ্যাল প্ল্যাটফর্মে লগ ইন করতে গেলেই সমস্যা দেখা দিচ্ছিল। এর আগেও একাধিকবার এই সমস্যার মুখে পড়তে হয়েছে ফেবুক ব্যবহারকারীদের ৷ তবে শুধু ফেসবুকই নয় অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই সমস্যা দেখা দিয়েছে এর আগে ৷ এর আগে গত জুন মাসে চরম সমস্যায় পড়েন ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা ৷ বহু ব্যবহারকারীই টেকনিক্যাল সমস্যার কারণে সোশ্যাল মিডিয়ার এই জনপ্রিয় প্ল্যাটফর্মটি ব্যবহার করতে পারেননি ৷ যদিও তা কিছুক্ষণ পরে সমস্যা কাটিয়ে ব্যবহারোপযোগী হয়ে যায় ৷

এর আগেও এমন বিভ্রাটের মুখে পড়তে হয়েছে এই জনপ্রিয় সোশ্যাল সাইটকে ৷ ২০১৭তেই বিশ্বজুড়ে ডাউন হয়ে যায় ফেসবুক ও ইনস্টাগ্রামে। লক্ষ লক্ষ ব্যবহারকারীরা ফেসবুক ব্যবহার করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হন। অনেকেই দেখেন ফেসবুক ওয়েবসাইটে গেলে একটি ‘কালো’ পেজ খুলে যায়। কোনও পেজ ‘রিফ্রেস’ করাও যাচ্ছিল না। লগ আউটের অপশনও দেখা যাচ্ছিল না৷।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*