কয়েকদিন ধরেই নেটিজেনরা নিজের নিজের ফোন নম্বর শেয়ার করছেন সোশাল মিডিয়ায় ৷ নারী সুরক্ষা বা বলা যেতে পারে কেউ পথে ঘাটে বিপদে পড়লে ওই নম্বরে ফোন করলেই পাওয়া যাবে সাহায্য ৷ সাহায্যের জন্য এগিয়ে এসেছে অনেক সংগঠনও ৷ পাশাপাশি, কয়েকদিন ধরে সোশাল মিডিয়ায় দেখা যাচ্ছে কলকাতা পুলিশের একটি পোস্ট। যেখানে দেওয়া আছে একটি ফোন নম্বর ৷ সঙ্গে লেখা, বিপদে পড়লে ওই নম্বরে যোগাযোগ করলেই মিলবে সাহায্য ৷ তবে, পুলিশের তরফে এমন কোনও পোস্ট বা নম্বর দেওয়া হয়নি বলেই জানিয়ে দিল খোদ কলকাতা পুলিশ ৷
বিষয়টি নিয়ে কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, সবাইকে সেভাবে ব্যাকগ্রাউন্ড চেক না করে কিছু বলা সম্ভব নয়। তবে, কলকাতা পুলিশের নামে যে পোস্ট সোশাল মিডিয়ায় ঘোরাফেরা করছে, তা ঠিক নয়। কেন ওইভাবে পুলিশের নাম ব্যবহার করে কেউ পোস্ট করলেন তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশের সাইবার ক্রাইম বিভাগের ধারণা, অসৎ উদ্দেশ্যেই করা হয়েছে ওই পোস্ট। বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ।
Be the first to comment