রাস্তায় দুর্ঘটনায় পড়ে রয়েছে ৩ জন। সাহায্য করার লোক না মিললেও সেলফি তোলার লোকের অভাব হয়নি। তিনজনের প্রাণের বিনিময়ে সেবার সেলফির শখ মিটিয়েছিল জনতা। এবার প্রকাশ্যে এল সেরকম আরও একটি ভিডিও। ফেসবুকে লাইভে সুইসাইড করছে এক যুবক। তারিয়ে তারিয়ে উপভোগ করছে প্রায় ৩ হাজার ভিউয়ার। কিন্তু পরিবারকে সতর্ক করা বা পুলিশকে জানাতে এগিয়ে এলো না কেউ। ঘটনাটি আগ্রার শান্তিনগর এলাকার। মৃত যুবকের নাম মুন্না কুমার। স্নাতক হওয়ার পর থেকেই সেনাবাহিনীর চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিল সে। কিন্তু পরপর পাঁচবার চেষ্টার পরেও এন্ট্রাস পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি সে। হতাশায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথে বেছে নেয় মুন্না। তবে মৃত্যুর আগে নিজের ওপরই নিজের ক্ষোভ হতাশার কথা লিখে রেখে যায় সুইসাইড নোটে। এরপরে লাইভ স্ট্রিমিংয়ে নিজেই নিজেকে শেষ করে দেয়। তারিয়ে তারিয়ে জীবন্ত মৃত্যু উপভোগ করল ২,৭৫০ জন। কিন্তু বিবেক জাগেনি কারও।
Be the first to comment