ডাঃ মিঠুন চৌধুরি, এম.ডি. (রেডিওলোজি), (রেজিঃ নং- ৫৯১০৭), এনার কাছে আসামের শিলচরের ডাক্তার Y.N.Singh এর তরফ থেকে খবর আসে তাঁর নামেই (ডাঃ মিঠুন চৌধুরি) এবং রেজিস্টার নাম্বারে একজন ডাক্তার আসাম এবং ত্রিপুরার বিভিন্ন জায়গায় rheumatologist consultant হিসাবে প্র্যাকটিস করছে। সেই ব্যক্তি নিজেকে পরিচয় দিচ্ছে ডাঃ মিঠুন চৌধুরি, M.B.B.S. M.D., D.M.(Rheumatology) F.I.P.M ( U.S.A). এই হলো তাঁর ডাক্তারি ডিগ্রী। কলকাতার এই ডাক্তার মিঠুন চৌধুরি সাথে সাথে ভবানিপুর থানায় কেস করেন ঐ ভুয়ো ডাক্তারের নামে। কেস নং – Case No 120 Dt 26-03-18 u/s 419/ 420/ 467/468/469/471 IPC.। পুলিশের একটি দল আসামের পল্টন বাজার পুলিশ স্টেশন এরিয়ায় গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে। কলকাতায় নিয়ে আসে। ১২/৪/১৮ তারিখে কোর্টে তুলবে অভিযুক্ত ভুয়ো ডাক্তারকে।
Be the first to comment