বাজারে বাড়ছে নকল নোটের পরিমাণ, ২ হাজার টাকার নোটের উপর কোপ পড়ার সম্ভাবনা

Spread the love
সমীক্ষা বলছে, বাজারে বাড়তে চলেছে নকল নোটের পরিমাণ। তাও আবার ছোটখাটো নোট নয়। কোপ পড়বে একেবারে ২০০০ টাকার নোটের উপরে।
আপনার কাছে জাল নোট থাকা মানে হাজারও হ্যাপা। শুধু যে আর্থিক ক্ষতি তা নয়। বরং সন্দেহভাজন হয়ে যেতে পারেন আপনি। সঙ্গে জাল নোট আছে শুনলেই শুরু হবে তদন্ত। এবং প্রাথমিক ভাবে তদন্তকারীরা কিছুতেই এটা বিশ্বাস করবেন না যে আপনি নির্দোষ। কোনওভাবে আপনার কাছে ওই নকল নোট এসে গিয়েছে। বরং তাঁরা ভাববেন যে এই জাল নোটের চক্রের সঙ্গে আপনিও যুক্ত।
তাই এইসব সমস্যা এড়াতে জেনে নিন কীভাবে চিনবেন নকল বা জাল নোট-
১. নোটের মধ্যে দিয়ে দেখুন সংখ্যায় ২০০০ লেখা আছে কিনা
২. দেবনাগরী হরফে ২০০০ লেখা আছে কিনা
৩. নোটের মধ্যে আবছা হয়ে থাকা সংখ্যায় লেখা ২০০০
৪. নোটের একেবারে মাঝে মহাত্মা গান্ধীর ছবি থাকবে
৫. নোটের বাঁ দিকে ২০০০ ও আরবিআই কথাটা ছোট করে লেখা থাকবে
৬. নোটের ডানদিকে আরবিআইয়ের গভর্নরের সই, আরবিআই লোগো ও দায়বদ্ধতার কথা লেখা থাকবে।
৭. নোটের ডানদিকে অশোক স্তম্ভ, এবং তার ডানদিকে মহাত্মা গান্ধীর ছবি থাকবে। সেই সঙ্গে ২০০০ লেখা ওয়াটার মার্ক থাকবে।
৮. নোটের নীচের দিকে ডানদিক বরাবর সবুজ ও নীল রঙে ২০০০ লেখা থাকবে।
৯. নোটের মধ্যে একই লাইনে আরবিআই, ২০০০ ও ভারত কথাগুলো লেখা থাকবে। নোটটি হাতের মধ্যে নিয়ে ঘোরালে তার রং সবুজ থেকে নীল হবে।
১০. নোটের ডানদিকে একটা চতুর্ভূজের মধ্যে ₹২০০০ লেখা থাকবে। এই লেখা নোটের থেকে একটু উঠে থাকবে।
১১. নোটের দু’দিকে ২০০০ লেখা থকবে যা একটু উঠে থাকবে।
১২. বাঁদিকে উপর থেকে ও ডানদিকে নীচ থেকে সংখ্যার আকার ছোট থেকে বড় হবে।
তাহলে এ বার থেকে যখন ২০০০ টাকার নোট হাতে পাবেন, তখন দেখে নেবেন নোটটির মধ্যে এইসব বৈশিষ্ট্য আছে কিনা। যদি থাকে, তাহলে আপনি আসল নোটই পেয়েছেন। আর যদি না থাকে, তাহলে বুঝবেন নোটটি জাল। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে যোগাযোগ করুন ব্যাঙ্কের সঙ্গে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*