মহারাষ্ট্রের ভিওয়ান্ডিতে আজ সকালে এই ঘটনা ঘটে। হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটি। ওই আবাসনে মোট ২২টি পরিবার বাস করত। জানা গেছে ওই আবাসনটি ফাঁকা করার কাজ চলছিল। পুলিশ জানিয়েছে বাড়ির অবস্থা দেখে নিজেদের জিনিসপত্র গুছিয়ে বাইরে বেরিয়ে আসছিলেন বাসিন্দারা। সেই সময় কয়েকজন তাঁদের জিনিসপত্র নিতে ফের বাড়ির ভিতর ঢোকেন, আর তখনই বাড়িটি ধসে পড়ে।
ভিতরে ঢুকে থাকা দুজনের মৃত্যু হয়। ধ্বংসস্তুপের ভিতর ১০-১২ জনের আটকে পড়ার সম্ভাবনা রয়েছে। মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। চোখের সামনেই হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়িটি। স্থানীয়রা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)।
Be the first to comment