চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে আলাদা হয়ে গেল তিনটি বগি, অল্পের জন্য পেলো রক্ষা

Spread the love

চলন্ত অবস্থা হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেসে বিপত্তি। আলাদা হয়ে গেল ট্রেনের তিনটি কামরা। মেদিনীপুরে বেলদা স্টেশনের কাছে ট্রেনটি থেমে যায়। প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকার পর ফের রওনা দেয় সেটি। ফলকনুমা এক্সপ্রেসের তিনটি বগি এদিন হঠাৎই আলাদা হয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। মেদিনীপুর জেলার খড়গপুর ডিভিশনের বেলদা স্টেশনের কাছে এই ঘটনা ঘটে। ২৫টি বগির মধ্যে তিনটি বগি আলাদা হয়ে যায় বলে স্থানীয় সূত্রে খবর। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। যদি তড়িঘড়ি রেলের আধিকারিকরা পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এরপর ফের হাওড়ার দিকে রওনা দেয় ট্রেনটি।

জানা গিয়েছে, শনিবার বেলা সাড়ে তিনটা নাগাদ ফলকনুমা এক্সপ্রেস বেলদা স্টেশন ছেড়ে ওড়িশার দিকে যাওয়ার সময় দাঁতন গেটের মাঝে কিছু একটা গোলমাল হয়েছে বলে বুঝতে পারেন রেলের চালক। এরপরই দেখা যায় মূল ট্রেন থেকে তিনটি বগি আলাদা হয়ে গিয়েছে। এরপরই হইহই শুরু হয়। মূল ইঞ্জিনের আবার সিবিসি জুড়ে দেওয়ার পর রওনা দেয় ট্রেন। রেল সূত্রে খবর, মেকানিকাল সমস্যার কারণে সিবিসি আনলক হয়ে গিয়েছিল।

এক প্রত্যক্ষদর্শী পূর্ণ দাসের কথায়, “সেকেন্দ্রাবাদ হাওড়া ফলকনুমা এক্সপ্রেসের তিনটে বগি আমাদের এই রেলগেটের কাছে এসে খুলে যায়। পিছনের তিনটে বগি ছিল। গার্ড সেটা দেখে সঙ্গে সঙ্গে চালককে ফোন করে বলেন। এর পর ওনারা নেমে তিনটে বগি জুড়ে দেন। বড় বিপদ এড়ানো গিয়েছে। কোনও হতাহতের খবর নেই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*