
রোজদিন ডেস্ক, কলকাতা:- প্রয়াত গায়ক, সুরকার অধীর বাগচী। প্রখ্যাত সঙ্গীত পরিচালক অনিল বাগচীর ছেলে ছিলেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। শনিবার দুপুর ১২:১৫ নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধীর বাগচী। বেশকিছু বছর ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান শিল্পী। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।
বনবাসর’, ‘দুই পুরুষ’-এর মতো ছবির গানে সুর দিয়েছিলেন অধীর বাগচী। ‘দুই পুরুষ’ ছবির বিখ্যাত গান ‘বেহাগ যদি না হয় রাজি’ এই গানে সুর দিয়েছিলেন তিনি। মান্না দের কন্ঠে ছিল গানটি। গৌরীপ্রসন্ন মজুমদার, শ্যামল গুপ্তের লেখা অনেক গানেই তিনি সুর দিয়েছেন। ‘অ্যন্টনি ফিরিঙ্গি’, ‘বনপলাশির পদাবলী’র মতো ছবিতেও শোনা গিয়েছে তাঁর গান।
Be the first to comment