এবার বাংলাদেশ অভিমুখে এগোচ্ছে ফণী ৷ শনিবার দুপুরের পর সাধারণ ঘূর্ণিঝড় হয়ে বাংলাদেশে ঢুকবে ফণী, এমনটাই জানা গিয়েছে ৷ ভূপৃষ্ঠ দিয়ে যাওয়ার ফলে শক্তি কমে যাবে ফণীর ৷ ওড়িশায় ফণী তাণ্ডবলীলা চালালেও এরাজ্যে ঢোকার আগে গতি অনেকটাই কমে যাওয়ায় সেরকম ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়নি ৷
জানা গিয়েছে, কলকাতার গা ঘেঁষে বেরিয়ে আরামবাগে ঢুকে পূর্ব বর্ধমান হয়ে এগোচ্ছে ফণী ৷ পূর্ব বর্ধমান হয়ে এগোচ্ছে নদিয়া মুর্শিদবাদের দিকে ৷ নদীয়া মুর্শিদাবাদ হয়ে ফণী যাবে বাংলাদেশে ৷ বাংলাদেশে গিয়ে ফণী পরিণত হবে গভীর নিম্নচাপে। ইতিমধ্যেই, বাংলাদেশ সংলগ্ন এ রাজ্যের জেলাগুলিতেও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷ তবে পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত বিমানবাহিনী থেকে কোস্ট গার্ড ৷ বন্ধ রাখা হয়েছে উপকূলবর্তী অঞ্চলের বিদ্যুৎ পরিষেবা ৷
Be the first to comment