ফরাক্কার হসেনপুর চর এলাকায় গত ২৪ ঘণ্টার গঙ্গার ভাঙনে তলিয়ে গেল প্রায় ৫০ থেকে ৬০টি বাড়ি!

Spread the love
ফরাক্কার হসেনপুর চর এলাকায় বৃহস্পতিবার বিকেল থেকে গত ২৪ ঘণ্টায় গঙ্গার ভাঙনে তলিয়ে গেল প্রায় ৫০ থেকে ৬০টি বাড়ি। ঘরবাড়ি হারিয়ে চরের গৃহহীন বাসিন্দারা খোলা আকাশের নীচে দিন কাটাচ্ছেন।
ফরাক্কা ব্লকের বিডিও আবুল আলা মাবুদ আনসার শুক্রবার সকালে ভাঙন এলাকায় পরিদর্শনে যান। পরে তিনি চরের বাসিন্দাদের সাথে কথা বলেন। কিন্তু এখনো পর্যন্ত কোন সরকারি ভাবে কোন ত্রাণ না পৌঁছনোয় ক্ষুব্ধ চরের বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেল থেকে হঠাৎই হসেনপুর চর এলাকায় গঙ্গার ভাঙন শুরু হয়। একে একে গঙ্গায় তলিয়ে যেতে থাকে ঘরবাড়ি, বড় বড় গাছ পালা-সহ চাষের জমিও।
আচমকা এই ভাঙনে আতঙ্কিত হয়ে পড়েছেন চরের বাসিন্দারা। যাঁদের ঘর বাড়ি এখনো ভাঙনের কবলে পড়েনি তাঁরাও ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে অনত্র যেতে শুরু করেছেন। বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রশাসন ভাঙনের বিষয়টি জানলেও সমস্যার স্থায়ী সমাধানের জন্য নদীর পাড় বাঁধানোর কোন উদ্যোগ নেয় না। ফলে প্রতি বছর ভাঙনের কবলে পড়তে হয় স্থানীয় বাসিন্দাদের। ফরাক্কার বিডিও বলেন, ”ইতিমধ্যেই প্রায় ৫০টি বাড়ি নদী গর্ভে তলিয়ে গিয়েছে। ভাঙন প্রতিরোধের জন্য ফরাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ ও সেচ দফতরের সঙ্গে আলোচনা শুরু করেছি। যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*