রাজ্যে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ১৩টি জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য ৩০৮ কোটি ১০ লক্ষ টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। জেলাগুলি হলো মুর্শিদাবাদ, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়্গ্রাম, হাওড়া, হুগলি ও নদিয়া। আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে চেক বিলির কাজ। বিভিন্ন জেলার বিভিন্ন অঞ্চল এখনও জলের তলায় রয়েছে তাই সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা সম্ভব হয় নি। জল কমলে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি সম্পূর্ণ করা হবে। আপাতত যে তালিকা তৈরি হয়েছে, তাঁদের হাতে চেক বিলির কাজ শুরু হবে।
Be the first to comment