দেনার দায়ে কীটনাশক খেয়ে আত্মঘাতী কৃষক। পরিবার সূত্রের খবর, কীটনাশক খাওয়ার পরে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমানের চড় পানপাড়ার চাষি নকুল পাত্রকে কালনা মহকুমা হাসপাতালে নিয়েও যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলার সময়েই মারা যান তিনি।
সূত্রের খবর, লাভের আশায় সমিতি থেকে ঋণ নিয়ে কিস্তিতে একটি ট্র্যাক্টর কিনেছিলেন নকুল। কিন্তু এ বছর তেমন ভাল বৃষ্টি না হওয়ায় শীতকালীন ফসল উৎপাদন বেশ মার খেয়েছে। প্রতি বছরের মতোই শীতকালীন ফসল হিসেবে ধনে, কালোজিরে, পেঁয়াজ চাষ করেছিলেন তিনি। কিন্তু এই বছরে বৃষ্টি কম হওয়ায় সমস্যায় পড়েন বহু চাষি। শুকিয়ে গেছে বহু ছোট নদী নালা, ফলে জলের সমস্যা তীব্র হয়েছে। কমেছে ফলন, মেলেনি দাম
এই অবস্থায় ট্র্যাক্টরের কিস্তির টাকা দিতে না পারায় হতাশায় ভুগছিলেন তিনি। বাড়িতে স্ত্রীর সঙ্গে ঝামেলাও লেগেই থাকত। এই সমস্ত কারণেই কীটনাশক খেয়ে আত্নঘাতী হন নকুল। তাঁর দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।
Be the first to comment