গত ২৬ জানুয়ারি দিল্লিতে ট্রাক্টর মিছিলের পর এবার দেশজুড়ে বনধ ডেকেছে কৃষি আইন বিরোধী সংযুক্ত কিষাণ মোর্চা।
আজ দেশজুড়ে সকাল ৬টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা বনধ পালন করবেন প্রতিবাদী কৃষকরা। বাংলায় এই বনধ কোনও প্রভাব না ফেললেও উত্তর ও দক্ষিণ ভারতে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।
আন্দোলনকারী কৃষক সংগঠনগুলির দাবি, সিপিএম ছাড়া বেশ কয়েকটি রাজনৈতিক দল এই বনধকে সমর্থন করছে। ফলে বহু জায়গায় দোকান , বাজার, রাস্তা বন্ধ হতে পারে। ধাক্কা খেতে পারে ব্যাঙ্কিং পরিষেবা। তবে যেসব জায়গায় বিধানসভা নির্বাচন হবে সেইসব রাজ্যকে বনধের আওতার বাইরে রাখা হয়েছে।
Be the first to comment