অবশেষে কৃষকদের দাবি মানতে বাধ্য হল মহারাষ্ট্র সরকার। সোমবার বিকেলে প্রতিবাদী কৃষকদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করার পর রাজ্যের মন্ত্রী চন্দ্রকান্ত পাতিল সরকারের তরফে লিখিতভাবে দাবি দাওয়া মেনে নেওয়ার কথা জানিয়ে দিলেন।
প্রসঙ্গত, ন্যূন্যতম সহায়ক মূল্য বৃদ্ধি-সহ কৃষি ঋণ মুকুবের দাবিতে লাল ঝান্ডা নিয়ে পথে নেমেছিলেন প্রায় ৩০ হাজার কৃষক। পুণা থেকে যখন মুম্বইয়ে এসে পৌঁছল সেই জন জোয়ার, তখন তাতে সামিল ৫০ হাজার মানুষ। অবশেষে সোমবার প্রতিবাদী মানুষগুলির দাবিতে মান্যতা দিতে বাধ্য হয় গেরুয়া শিবির।
Be the first to comment