দু’টি বিষয়ে সহমত হলেও ৪ জানুয়ারি ফের কৃষকদের সঙ্গে বৈঠক কেন্দ্রের

Spread the love

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে মাসখানেক ধরে চলছে কৃষকদের আন্দোলন ৷ এরই মধ্যে একাধিকবার কৃষক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসেছে কেন্দ্র। সমস্যা সমাধানের লক্ষ্যে বুধবার দিল্লির বিজ্ঞান ভবনে ষষ্ঠ দফার বৈঠকে বসে দু’পক্ষ ৷ বৈঠকে কৃষক সংগঠনের নেতারা যে চারটি বিষয় নিয়ে আলোচনা চেয়েছিলেন তার মধ্যে দুটি বিষয়ে সহমত হয়েছে দু’পক্ষ ৷ এমনই জানিয়েছেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর ৷ পরবর্তী বৈঠক ৪ জানুয়ারি হবে বলে জানিয়েছেন তিনি ৷

দিল্লির হাড়কাঁপানো ঠান্ডায় কৃষকরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন ৷ বৈঠক শেষে এই নিয়ে কৃষিমন্ত্রী বলেন, দিল্লির ঠান্ডার কথা মাথায় রেখে আমি কৃষক নেতাদের অনুরোধ করেছি যাতে বয়স্ক, মহিলা ও শিশুদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ৷ তিনি বলেন, কৃষক ইউনিয়ন তিনটি আইন প্রত্যাহার করার কথা বলেছে ৷ আমরা বলেছি যে জায়গাগুলিতে সমস্যা রয়েছে সেখানে সরকার পর্যালোচনা করার জন্য তৈরি ৷

ন্যূনতম সহায়কমূল্য নিয়ে আলোচনা শেষ হয়নি বলে জানিয়েছেন তিনি ৷ এই বিষয়ে ৪ জানুয়ারি দুপুর ২টোয় ফের আলোচনা হবে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*