কৃষি আইনে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Spread the love

কৃষি আইনে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। তিনটি কৃষি আইনের উপরেই এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। পাশাপাশি একটি কমিটিও গঠন করছে সুপ্রিম কোর্ট। কৃষি আইন সংক্রান্ত সমস্যা মেটাতে এই কমিটির মাধ্যমে একটি স্পষ্ট ছবি পাওয়া যাবে বলে মত সুপ্রিম কোর্টের।

শেষ পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্ট গঠিত কমিটিতে থাকছেন অশোক গুলাতি (কৃষি বিজ্ঞানী), প্রমোদ জোশি(আন্তর্জাতিক খাদ্য নীতি রিসার্চ ইনস্টিটিউট), ভূপিন্দর সিং মান, অনিল জ্ঞানবন্ত।

শুনানি চলাকালীন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে আজ বলেন, আমরা একটি কমিটি গঠন করছি, যাতে একটি স্পষ্ট ছবি পেতে পারি। আমরা শুনতে চাই না যে, কৃষকরা এই কমিটিতে থাকতে পারবে না। আমরা চাই, সমস্যার সমাধান হোক।

কৃষকদের উদ্দেশে বলেন, আপনারা যদি অনির্দিষ্টকালের জন্য বিক্ষোভ চালিয়ে যেতে চান, তবে তা করতেই পারেন। আজ শুনানি চলাকালীন আইনজীবী এম এল শর্মা আদালতে জানান, আদালতের গঠন করা কোনও কমিটির কাছে আসবে না বলে জানিয়েছেন কৃষকরা।

তবে এস এ বোবদে জানান, আইনের বৈধতা নিয়ে আমরা চিন্তিত। আবার একইসঙ্গে প্রতিবাদের কারণে মানুষের জীবন ও সম্পত্তির যাতে কোনও ক্ষতি না হয় সেদিকেও নজর রাখা দরকার। আমাদের হাতে যতটা ক্ষমতা আছে, তা দিয়ে আমরা সমস্যার সমাধান করার চেষ্টা করছি। আমাদের কাছে যে ক্ষমতাগুলি আছে, তার মধ্যে অন্য়তম হল আইনটি স্থগিত করা এবং কমিটি গঠন করা।

তিনি আরও বলেন, এই কমিটি হবে আমাদের সবার। আপানারা যাঁরা যাঁরা এই সমস্যার সমাধান চান, তাঁরা এই কমিটির কাছে যাবেন। এটি আপনাদের কোনও নির্দেশ দেবে না বা কোনও শাস্তি দেবে না। এটি শুধুমাত্র আমাদের কাছে একটি রিপোর্ট জমা দেবে। এই কমিটি মামলার বিচারপ্রক্রিয়ার একটি অঙ্গ। আমরা আইনগুলি স্থগিত রাখার পরিকল্পনা করছি। তবে তা অনির্দিষ্টকালের জন্য নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*