কৃষক-মুখ্যমন্ত্রী বৈঠকের আগে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস

Spread the love

আজ হরিয়ানার কৈমলা গ্রামে আন্দোলনরত কৃষকদের সঙ্গে বৈঠক সিদ্ধান্ত নিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর ৷ কৃষকদের কৃষি আইন নিয়ে বোঝানোর জন্য সেখানে যাওয়ার কথা তাঁর ৷ কিন্তু মুখ্যমন্ত্রী যাওয়ার আগেই কৃষকদের সঙ্গে পুলিশের বিরোধ বাধে ৷

কর্নল টোল প্লাজ়ার কাছে আন্দোলনরত কৃষকদের উপর হরিয়ানা পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে ৷ একই সঙ্গে তাঁদের আন্দোলনকে ছত্রভঙ্গ করতে জলকামান প্রয়োগ করা হয় ৷ লাঠিচার্জও করে পুলিশ ৷ একটি সেলফোন ফুটেজে এই সংক্রান্ত ভিডিয়ো সামনে আসে ৷ যেখানে দেখা যায় আন্দোলনকারীরা কৈমলা গ্রামে প্রবেশ করতে চাইলে পুলিশ তাঁদের বাধা দেয় ৷

এর আগেও কৃষকদের উপর কাঁদানে গ্যাস প্রয়োগের ঘটনা ঘটেছে হরিয়ানায় ৷ নভেম্বরে পঞ্জাবের কৃষকরা দিল্লি যাওয়ার পথে হরিয়ানায় পৌঁছালে তাঁদের বাধা দেয় সেই রাজ্যের পুলিশ ৷ তখনও একাধিক ভিডিয়ো ফুটেজ সামনে আসে ৷ যেখানে দেখা যায় কৃষকদের উপর কাঁদানে গ্যাসের সেল ছোড়ার পাশাপাশি তাঁদের উপর লাঠিচার্জ করা হয় ৷ সেই ফুটেজ সামনে আসার পর সরব হয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং৷ পাশাপাশি সরব হয়েছিল বিভিন্ন মহল ৷ এরপর আবারও আজ কৃষকদের উপর একই রকম ব্যবহার করতে দেখা গেল হরিয়ানা পুলিশকে ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*