আবার কৃষকদের সঙ্গে কেন্দ্রের বৈঠক ৮ জানুয়ারি

Spread the love

সোমবারের বৈঠক নিষ্ফলা হওয়ায় ফের ৮ জানুয়ারি কৃষকদের সঙ্গে বৈঠকে বসবে কেন্দ্র। শেষ বৈঠকের সময় যখনই কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয় তিন কৃষি আইন প্রত্যাহার না করে আলোচনা করা হবে তখনই বৈঠকে উপস্থিত কৃষকেরা গর্জে ওঠেন। কেন্দ্রের‌ পক্ষ থেকে মন্ত্রীরা ঘুরে ফিরে আইন সংশোধনের কথাই বলেছেন। আর সেটা মানতে নারাজ কৃষক প্রতিনিধিরা। তারা একেবারে অনড় কৃষি আইন বাতিলের ব্যাপারে। সরকারের পক্ষ থেকে অযথা কালক্ষেপ একেবারেই ভালো চোখে দেখছে না কৃষক নেতারা। ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছেন এমন চললে আন্দোলনের মাত্রা বাড়বে।

সোমবার বিজ্ঞানভবনে বৈঠকের শুরুতেই মৃত কৃষকদের স্মরণে নীরবতা পালন করা হয়। মন্ত্রীরাও তাতে যোগ দেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার, রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কৃষি প্রতিমন্ত্রী সোমপ্রকাশ বৈঠকে উপস্থিত ছিলেন। এদিন তাঁদের কাছে কৃষক নেতারা জানিয়ে দেন, তাদের বিভিন্ন সংগঠনগুলির একটাই মত তিনটি কৃষি আইন তুলে দিতে হবে।

পাশাপাশি‌ তাদের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়, সরকার যদি এই সময় মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ না করে তাহলে ভবিষ্যতে তার ফল ভুগতে হবে। দীর্ঘ বৈঠকের মাঝে মধ্যাহ্নভোজের বিরতি ছিল তখন কৃষক নেতারা লঙ্গরখানা থেকে আনা খাবার খেয়েছেন। তবে শেষমেষ এই বৈঠকের কোন সমাধান সূত্র না বের হওয়ায় আগামী শুক্রবার ৮ জানুয়ারি পুনরায় বৈঠক হবে বলে ঠিক হয়েছে।

বৈঠক শেষে ভারত কৃষক সভার সাধারণ সম্পাদক হান্নান মোল্লা জানিয়েছেন, ৪৫০টি কৃষক সংগঠন একসঙ্গে সিদ্ধান্ত নিয়ে আন্দোলন চালাচ্ছে । সকলেরই মত আইন না তুলে বাড়ি ফেরা যাবে না। আইন তুলে দেওয়ার ক্ষেত্রে অসুবিধার কথা মন্ত্রীরা বলায় তাঁদের পক্ষ থেকে মন্ত্রীদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে- অর্ডিন্যান্স এনে এটা তুলে দেওয়া হোক অথবা একদিনের জন্য সংসদ অধিবেশন ডাকা হোক। এটা একেবারেই সহজ রাস্তা বলে কৃষক নেতারা দাবি করেছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*