দিল্লি সীমান্তে অব্যাহত কৃষক আন্দোলন। কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে দিনের পর দিন, রাতের পর রাত আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা। দাবি একটাই, কৃষি আইন প্রত্যাহার করতে হবে কেন্দ্রকে। কৃষকদের সঙ্গে কয়েক দফা আলোচনাও করেছে কেন্দ্রীয় সরকার কিন্তু কোনও সমাধানসূত্র মেলেনি। এরই মাঝে বুধবার কৃষকদের সঙ্গে আরও এক দফা আলোচনায় বসতে চলেছে কেন্দ্র।
সূত্রের খবর, এবার একটি মীমাংসার পথে আসতে চাইছেন কৃষকরা। স্থায়ী সমাধান চাইছে কেন্দ্রও। তাই বুধবার দুপুর ২টোয় ফের কৃষকদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় সরকার।
এর আগে আইন সংশোধনের প্রস্তাব দিয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু কৃষকরা তাঁদের সিদ্ধান্তে অনড় ছিলেন। তাঁদের দাবি একটাই, কৃষি আইন প্রত্যাহার করতে হবে। আর সেই কারণেই দফায় দফায় আলোচনার পরও এখনও কোনও স্থায়ী সমাধান মেলেনি। এরই মাঝে বুধবার ফের একবার বৈঠকে বসতে চলেছে কেন্দ্র। এর আগে ১৮ ডিসেম্বর হাত জোড় করে কৃষকদের কাছে আবেদন করছিলেন প্রধানমন্ত্রী। বলছিলেন, সবরকম আলোচনার জন্য প্রস্তুত কেন্দ্র।
Be the first to comment