কৃষক আন্দোলন নিয়ে আজ দশম দফার বৈঠক

Spread the love

কৃষক আন্দোলন নিয়ে সিদ্ধান্ত নিতে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভরত কৃষকরা। গতকাল তাঁদের সঙ্গে দশম রাউন্ডের বৈঠকে কেন্দ্র প্রস্তাব দিয়েছে, এই আইন তারা এক থেকে দেড় বছর স্থগিত রাখার জন্য তৈরি। আজ বেলা ১১টায় সিঙ্ঘু সীমানায় পঞ্জাবের কৃষক সংগঠনগুলির বৈঠক।

এই বৈঠক মিটে গেলে বেলা দুটোয় বৈঠকে বসবে সংযুক্ত কিষাণ মোর্চা। সেখানে ঠিক হবে, সরকারের প্রস্তাব মেনে নেওয়া হবে না প্রত্যাখ্যান করা হবে। এরপর আগামীকাল বেলা বারোটায় সংযুক্ত কিষাণ মোর্চা ফের কেন্দ্রের সঙ্গে একাদশতম রাউন্ডের বৈঠকে বসবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*