রাস্তায় লোকজনের সংখ্যা তুলনামূলকভাবে কম, রাস্তায় নামেনি তেমন বেসরকারি বাস; কি পরিস্থিতি জানুন!

Spread the love

বাম-কংগ্রেস সহ ১৯টি দল বনধের সমর্থন জানিয়েছে। কৃষি আইন বাতিলের দাবিতে সংযুক্ত কিষাণ মোর্চার ডাকা ভারত বন‍্‍ধ-এর প্রভাব পড়েছে বিভিন্ন জেলায়। কোচবিহারে মিশ্র সাড়া। সরকারি বাস চললেও, রাস্তায় নামেনি বেসরকারি বাস। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। মাছ বাজার, সবজি বাজার বন্ধ। ভারত বন‍্‍ধের সমর্থনে সকালে কোচবিহার শহরে মিছিল করে বামেরা। রাস্তায় লোকজনের সংখ্যা তুলনামূলকভাবে কম

কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍্‍ধ-এ বীরভূমে বেসরকারি বাস পরিষেবা বন্ধ। সরকারি বাস চলাচল করছে। বন‍্‍ধ -এর সমর্থনে রাস্তায় নেমে সকালে বোলপুরে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের একটি বাস আটকায় বাম কর্মী, সমর্থকরা। বাস চালকের সঙ্গে ধর্মঘটীদের তর্কাতর্কি বাধে। পরে পুলিশ গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয়। সিউড়িতে সরকারি বাস চললেও, যাত্রী সংখ্যা কম। বন্ধ বেসরকারি বাস। 
এদিন কৃষি আইন বাতিলের দাবিতে ভারত বন‍্‍ধ -এর সমর্থনে রামপুরহাট বাস স্ট্যান্ড এলাকায় মিছিল করে বামেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*