শনিবার সকালে আচমকা গাড়ি চালিয়ে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লার বাড়িতে ঢুকে পড়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি। তারপর ভাঙচুর করতে থাকে। সিআরপিএফ জওয়ানরা গুলি চালায়। ঘটনাস্থলে নিহত হয় সে।
পুলিশ জানিয়েছে, জম্মুর ভাতিন্দি অঞ্চলে ফারুকের বাড়িতে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়লে চাঞ্চল্য সৃষ্টি হয়। শীঘ্র সিআরপিএফের গুলিতে সে নিহত হয়। তার আধার কার্ড পাওয়া গিয়েছে। তাতে দেখা যাচ্ছে সে পুঞ্চের বাসিন্দা।
এই ঘটনার সময় ফারুক বাড়িতে ছিলেন না। তাঁর ছেলে তথা ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লা টুইট করে জানিয়েছেন, আমি শুনেছি ভাতিন্দিতে আমাদের বাড়ির সামনের দরজা দিয়ে একজন ঢুকে পড়েছিল। ঠিক কী ঘটেছিল এখনও স্পষ্ট জানা যায়নি।
Be the first to comment