বাংলার মানুষ কাশ্মীরে যাক, দিল মিলাকঃ ফারুক আবদুল্লা

Spread the love

কাশ্মীর এই দেশের অংশ ৷ কাশ্মীরে মানুষ খুন চলছে ৷ কাশ্মীরের প্রত্যেক মানুষই এই দেশের সঙ্গে থাকতে চায় ৷ কিন্তু গত সাড়ে চার বছরে বিজেপি যা করেছে তা আসলে অত্যাচার ৷ কাশ্মীরিদের ভালোবাসতে হবে ৷ বাংলার মানুষ কাশ্মীরে যাক, দিল মিলাক ৷ ব্রিগেড মসাবেশে উপস্থিত হয়ে কাশ্মীর প্রসঙ্গে একথাই বললেন এনসিএ নেতা ফারুক আবদুল্লা।

পাশাপাশি এদিন কেন্দ্রে মোদী সরকারকে হটাতে সবাইকে একজোট হওয়ার আহবান জানান তিনি ৷ ফারুক আবদুল্লা বলেন, এটা একজনকে ক্ষমতা থেকে সরানোর বিষয় নয়, এটা দেশ বাঁচানোর বিষয় ৷ দেশে ধর্মের নামে বিভাজন চলছে ৷ এখানে হিন্দু-মুসলমান-শিখের মধ্যে বিভেদের চেষ্টা করা হচ্ছে ৷ সব জায়গায় আগুন লাগানোর চেষ্টা চলছে ৷ আমাদের একজোট হতে হবে, আত্মত্যাগ করতে হবে ৷

এছাড়াও নির্বাচন প্রসঙ্গেও সর্ব হন ফারুক। তিনি বলেন, একজোট হয়ে নির্বাচন করতে হবে ৷ এক জায়গায় এক নির্বাচন প্রয়োজন ৷ ইভিএমে চুরি হচ্ছে ৷ এই মেশিন দিয়ে ভোট করা উচিত নয় ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*