সম্প্রতি পশ্চিমবঙ্গের বঙ্গললনাদের দেখা গেল গ্ল্যামার দুনিয়ার প্ল্যাটফর্মের রাম্পে। কলকাতার সাউথ সিটি ক্লাবের অডিশনে প্রায় পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন। বয়স অনুযায়ী তাদের দুভাগে ভাগ করা হয়েছিল। প্রথমটি কুড়ি থেকে পঁয়ত্রিশ বছর, দ্বিতীয়টি পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ বছর। এদের সাথেই অংশগ্রহণ করেন ছত্রিশগড় এবং গ্যাংটকের কিছু মহিলা প্রতিযোগী। তারা তাদের স্বমহিমায় নিজেদের সৌন্দর্য সংস্কৃতির মাধ্যমে নিজ গুনাগুণ প্রদর্শন করেন।
বিচারকের আসনে ছিলেন রিচা শর্মা, তুষার ঢালিওয়াল, ইন্দ্রনীল মুখার্জি, পারমিতা ঘোষ এবং লোপামুদ্রা মন্ডল।এই মিসেস ইন্ডিয়া ইউনিভার্স ২০১৮ তে কলকাতা থেকে ১৫জন প্রতিযোগী বাছাই পর্ব থেকে নেওয়া হয়েছে। ওখানে অংশ নিতে পুনেতে উপস্থিত আরও অন্যান্য প্রতিযোগীরা। যেমন আমেদাবাদ, লুধিয়ানা, মুম্বাই, নাগপুর, পাতিয়ালা, জয়পুর, দিল্লি, চন্ডীগড়, ইন্দোর, ব্যাঙ্গালোর। ইস্টার্ন ইন্ডিয়া জোনের ডিরেক্টর মিস অনিতা দত্তগুপ্ত এমনটাই জানান। তিনি আরও বলেন শুধু বিবাহিতা মহিলারাই নন এখানে বিধবা এবং স্বামী পরিত্যক্তা মহিলারাও অংশ নিয়েছেন। বর্তমান যুগের নারীরা যাতে স্বয়ংসম্পূর্ণা হয়ে উঠতে এটি তার অনবদ্য প্রয়াস।
Be the first to comment