কপালে রক্তবর্ণ তিলক, মাথায় পাগড়ি, আর ইয়া মোটা গোঁফের রাশভারী ভদ্রলোক আঙুল উঁচিয়ে ধমক দিচ্ছেন। উল্টোদিকে দাঁড়ানো মহিলা সরকারি আধিকারিক তখন তটস্থ। কী করবেন, কী বলবেন বুঝেই উঠতে পারছেন না। আর সরকারি আধিকারিককে বিজেপি বিধায়কের ধমক দেওয়ার ভিডিও মঙ্গলবার সকাল থেকে ভাইরাল হতে শুরু করল সোশ্যাল মিডিয়ায়।
উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রির বিজেপি বিধায়ক উদয়ভান চৌধুরী বিক্ষোভরত কৃষকদের নিয়ে দেখা করতে গিয়েছিলেন সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট গরিমা সিং-এর সঙ্গে। অভিযোগ, কৃষি লোনের ব্যাপারে কৃষকদের সঙ্গে ভাল করে কথাই বলছেন না। একদিকে সোমবারই শপথ নিয়ে মধ্যপ্রদেশ এবং ছত্তীসগড়ে কমলনাথ এবং ভূপেশ বাঘেলের সরকার কথা মতো কৃষি ঋণ মুকুবের পথে হেঁটেছে। ছতীসগড়ে তো আবার ধানের সহায়ক মূল্য কুইন্টাল প্রতি ৮০০ টাকা বাড়িয়ে দিয়েছে নতুন সরকার।
অনেকের মতে, চারদিক দেখে খানিকতা চাপে পড়েই মঙ্গলবার সকালে বিক্ষোভরত কৃষকদের নিয়ে এসডিএম ম্যাডামের অফিসের সামনে চলে যান উদয়ভান। আর সেখানে গিয়ে যা করলেন!
ভিডিওতে দেখা যাচ্ছে, উদয়ভান আঙুল উঁচিয়ে গরিমাকে বলছেন, “আপনি জানেন আমি কে? আপনার ধারনা আছে আমি কী করতে পারি? গণতন্ত্রের ক্ষমতা জানেন?” চার পাশে তখন লোক থিকথিক করছে। এরমধ্যেই স্লোগান শোনা যায়, ‘এসডিএম মুর্দাবাদ!’
ভিডিও সোশ্যাল মিডিয়ায় আসা মাত্রই নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। একজন মহিলা সরকারি আধিকারিককে জনসমক্ষে ধমকে, চমকে, ওই বিধায়ক আসলে গণতন্ত্রের অপমান করেছেন বলেই মত তাঁদের। যদিও বিজেপি-র তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Be the first to comment