
রোজদিন ডেস্ক, কলকাতা:-নিজেরই ১৫ বছর বয়সি কন্যাকে ৩ তলা থেকে ধাক্কা মেরে ফেলে দিলেন বাবা। শনিবার ঘটনাটি ঘটেছে কলকাতার যাদবপুরে। সুত্রের খবর, চিন্ময় গোপ নামের ওই ব্যক্তি যাদবপুরের অরবিন্দপল্লির বাসিন্দা ছিলেন। ওই এলাকার একটি ৩ তলা ফ্ল্যাটে পরিবারকে নিয়ে থাকতেন তিনি। অভিযোগ, শনিবার দুপুরে আচমকাই তাঁর ১৫ বছরের মেয়েকে ফ্ল্যাটের বারান্দা থেকে ঠেলে ফেলে দেন চিন্ময়। ঘটনাটি দেখতে পেয়েই প্রতিবেশীরা রক্তাক্ত অবস্থায় ওই নাবালিকাকে উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় সেখানেই ভর্তি রয়েছেন তিনি।
এদিকে অভিযুক্ত চিন্ময়ের নামে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতিবেশী সংযুক্তা চক্রবর্তী। সেই অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। তাঁর বিরুদ্ধে ন্যায় সংহিতা ১০৯ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটির পেছনে আসল কী কারণ রয়েছে তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, খুন করতেই নিজের মেয়েকে ধাক্কা মেরেছিলেন চিন্ময়। ওই নাবালিকার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এখনও তাঁর বয়ান নেওয়া সম্ভব হয়নি। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর নাবালিকার বয়ানেই পুরো ঘটনাটি স্পষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
Be the first to comment