বার্ড ফ্লুতে বাড়ছে আতঙ্ক..

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- বার্ড ফ্লু নিয়ে দিন দিন বাড়ছে আতঙ্ক । এবার মানুষের মধ্যেও ছড়িয়ে পড়েছে বার্ড ফ্লু । আর তাতেই বাড়ছে চিন্তা । মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র তরফে জানান হয়েছে আমেরিকার ২ জন বাসিন্দা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে হাসপাতালে । এনারা দুজনে ওয়াইমিং এবং ওহিওতে বাসিন্দা !

তাদের শরীরে মিলেছে H5N1 বার্ড ফ্লু ভাইরাস ।

এই প্রসঙ্গে সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন এবং সংক্রামক রোগ সংস্থার ভাইরোলজিস্ট জানিয়েছেন, ‘ H5N1 নিয়ে বাড়ছে উদ্বেগ। কারণ, এখন বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন আমজনতারা ।’ সেইসঙ্গে ওয়াইওমিং স্বাস্থ্য বিভাগের তরফে জানান হয়েছে, আক্রান্ত হওয়া মহিলা মুরগি এবং হাঁসের চাষ করতেন । এর পর তার H5N1 পরীক্ষা পজিটিভ আসে । তাই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মুরগি এবং হাঁসের চাষ করতেন বলেই ওই মহিলা বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন । বলা বাহুল্য , বেশ কিছুদিন ধরে বার্ড ফ্লু বেড়ে চলেছে । এই ভাইরাসও আমেরিকায় মানুষের সংক্রমনের ঘটনা দ্রুত বৃদ্ধি পাচ্ছে । যা মানুষের কাছে উদ্বেগের বিষয় ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*