ইন্ডিয়ান ওয়েলস ওপেনে ফেডেরারকে হারিয়ে চ্যাম্পিয়ান হলেন ডেল পেত্রো। এই আসরে রেকর্ড ছয় বার চ্যাম্পিয়ান হওয়ার খোঁজে ছিলেন রজার ফেডেরার। কিন্তু ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবার এটিপি মাস্টার্স-১০০০ চ্যাম্পিয়ান হওয়ার স্বাদ পেলেন মার্টিন ডেল পোত্রো। ইন্ডিয়ান ওয়েলসের সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বোরনা কোরিচের বিরুদ্ধে চলতি বছর বিশ্বের এক নম্বর খেলোয়াড় ফেডেরারের টানা ১৭তম জয় ছিলো। এতে বছরের শুরুর সাফল্যে নিজের টানা ১৬ জয়ের রেকর্ড (২০০৬) ভেঙে দেন ফেডেরার। তবে ফাইনালে পারলেন না তিনি। ২০ বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ান দুর্দান্ত ফর্মের ফেডেরারকে থামালেন মার্টিন দেল পোত্রো। গতকাল ইন্ডিয়ান ওয়েলস মাস্টার্সের পুরুষ সিঙ্গলসের ফাইনালে পৌনে তিন ঘণ্টার লড়াই শেষে ফেদেরারের বিরুদ্ধে ৬-৪, ৬-৭ (৮-১০) ও ৭-৬ (৭-২) গেমে জয় পান আর্জেন্টিনার তারকা মার্টিন দেল পেত্রো।
Be the first to comment