ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিয়েনেল মেসির পাশ এবার কিলিয়ান এমবাপে আর মহম্মদ সালাহ। ২০১৭-২০১৮ সালের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য ফিফার শেষ তালিকায় রয়েছে এই দুই ফুটবলারও। দশজনের এই তালিকায় রয়েছেন রোনাল্ডো, মেসি, কেভিন দে ব্রুয়েন, আতোয়াঁ গ্রিজম্যান, হ্যারি কেন, লুকা মদ্রিক আর রাফেল ভারানে। রাশিয়া বিশ্বকাপে ১৯ বছরের এমবাপের খেলা মুগ্ধ করেছে সবাইকে। পেলের পর তিনিই সর্বকনিষ্ট ফুটবলার যিনি বিশ্বকাপের ফাইনালে গোল করেছেন। গতবছর ইউরোপিয় ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোলদাতা সালাহ। তিনি লিভারপুলের হয়ে ৪৪টি গোল করেছেন। ইংল্যান্ডের মরসুমের সেরা খেলোয়াড় নির্বাচিতও হয়েছেন। আফ্রিকার বর্তমান সেরা ফুটবলার সালাহ ফিফার পুরস্কার পেলে হবেন লাইবেরিয়ার স্ট্রাইকার জর্জ উইহের সমকক্ষ। ২০১৭ সালে ফিপার পুরস্কার পেয়েছিলেন রোনাল্ডো। ২৪ সেপ্টেম্বর লন্ডনে ফিফার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে। সেপ্টেম্বরের গোড়ায় একেবারে শেষ পর্যায়ে ফিফা বেছে নেবে তিনজনের নাম। ফুটবল ভক্তরা ফিফার ওয়েবসাইটে গিয়ে ভোট দিতে পারেন। ২১১টি সদস্য দেশের জাতীয় ফুটবল কোচ, অধিনায়ক এ নির্বাচিত সাংবাদিকদের ভোটে নির্বাচিত হবেন সেরা খেলোয়াড়রা।
Be the first to comment