চলচ্চিত্র উৎসবে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিলেন, মানবতাই আসল ধর্ম। শুধু মুখ্যমন্ত্রীই নন, দুই অতিথি শাহরুখ খান ও মহেশ ভটের গলাতেও ঐক্যের সুর। মহেশ ভাটের কথায়, পরিবর্তিত পরিস্থিতিতে সকলকে একসঙ্গে রাখতে একটা আঁটার দরকার। গোটা বিশ্বকে এক রাখতে পারেন গল্পকার ও পরিচালকরা। ভারতকে এক রঙের দেশ করার একটা প্রচেষ্টা হচ্ছে। সব রঙে দেশকে রাঙাতে হবে। বহুত্ববাদই এই দেশের পরিচয়”। মহেশ ইঙ্গিতে কী বোঝাতে চেয়েছেন, তা বুঝতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা নিজের ভাষণে সোচ্চার মহেশ ভট্টের প্রশংসাও করেছেন মুখ্যমন্ত্রী।
সেই সুরেই শাহরুখ খান বলেন, প্রযুক্তি কাছাকাছি আনলেও কোথাও এখনও রয়ে গিয়েছে বিভেদ। ক্লাসিকাল গান, জ্যাজ, ব্যালের মতো শিল্প, সিনেমা মানুষকে এক করতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা,”বিশ্বাস করি, গোটা বিশ্ব একটাই দেশ। একটা মিষ্টি পরিবার। মানবতায় বিশ্বাস রাখি। ঐক্যবদ্ধ থাকুন। সুন্দর থাকুন। ভাল থাকুন। জয় বাংলা”।
আগামী বছর আরও বড় করে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ”কান ফেস্টিভ্যালের মতো হতে পারে কলকাতা চলচ্চিত্র উৎসব। আমরা এটা করতে পারি”।
বাংলা ছবির শতবার্ষিকীর আবহেই মমতা ইঙ্গিত দিলেন, পরের বছর ২৫ শে পা দেবে কলকাতা চলচ্চিত্র উৎসব। আরও বড় করে আয়োজন করতে চান তিনি। শাহরুখ খানকে উদ্দেশে মমতা বলেন, ”পরের বছর শাহরুখকে সৃজনশীলতা দেখাতে হবে। আপনাদের মতামত চাই। এখন থেকেই পরের বছরের পরিকল্পনা শুরু করতে হবে”।
মুখ্যমন্ত্রীর বার্তা, ”এখন থেকেই পরিকল্পনা করুন। এখানে ২০ হাজার লোক বসে সিনেমা দেখতে পারে। বাংলার নেতাজি ইন্ডোরেই এটা সম্ভব। গোটা বিশ্বে আর কোথাও নেই। কান ফেস্টিভ্যালের মতো হতে পারে কলকাতা চলচ্চিত্র উৎসব। এনিয়ে শাহরুখের সঙ্গে কথা হচ্ছিল। আমরা এটা করতে পারি। নতুন ভাবনা দিতে পারি ভবিষ্যতকে। আরও বড় করে করতে পারি। আবহাওয়া ঠিক থাকলে সল্টলেক স্টেডিয়ামে এক লক্ষ লোককে নিয়ে হতে পারে চলচ্চিত্র উৎসব। তবে ছবি দেখার মতো স্ক্রিনও নিশ্চিত করতে হবে”।
Be the first to comment