টলিউডের সিনেমা শিল্প বাঁচাতে নতুন প্রয়াস মমতার, রাজ্যে তৈরি হল ফিল্ম অ্যাকাডেমি

Spread the love

চলচ্চিত্র শিল্প বাঁচাতে এগিয়ে এল রাজ্য সরকার। রাজ্যে তৈরি হল পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমি। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হল নবান্নের তরফে। এই বিজ্ঞপ্তিতেই বলা হয়েছে, রাজ্যের চলচ্চিত্র শিল্পে পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমি থিঙ্কট্যাঙ্ক হিসেবে কাজ করবে। সেইসঙ্গে সিনেমা ইন্ডাস্ট্রির উন্নয়নের কাজও করবে এই অ্যাকাডেমি। টালিগঞ্জের সিনেমা ইন্ডাস্ট্রি নানা সমস্যায় ধুঁকছে। এই অবস্থায় চলচ্চিত্র শিল্পে উন্নয়নের বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে একটি কমিটি তৈরির কথাও হয়েছিল। অবশেষে এই বিষয়ে পদক্ষেপ নিল তাঁর সরকার। মন্ত্রী অরূপ বিশ্বাসকে চেয়ারম্যান করে গড়া হল নতুন কমিটি।

মুখেই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবার কাজে করে দেখালেন। পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমি গঠন করলেন। সিনেমার সঙ্গে যুক্ত কলাকুশলী ও টেকনিশিয়ানদের উন্নয়ন করবে এই অ্যাকাডেমি। মন্ত্রী অরূপ বিশ্বাস ছাড়াও এই অ্যাকাডেমিতে রয়েছে প্রসেনজিৎ, ঋতুপর্ণা, চিরঞ্জিৎ, শতাব্দী রায়, দেব, সুজিত সরকারের মতো ব্যক্তিত্ব।
পশ্চিমবঙ্গ ফিল্ম অ্যাকাডেমিতে যাঁরা রয়েছেন সবাইকে মিলেমিশে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, একটা ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হবে, সেখানে ইগোর লড়াই নিয়ে বসে থাকলে চলবে না। সবাই একযোগে কাজ করবে, এটাই দেখতে চাই। সরকার পাশে রয়েছে। সমস্তরকম সমস্যায় পাশে দাঁড়াবে তাঁর সরকার।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*