CPDRS ও MSC যৌথ উদ্যোগে এই প্রথমবার শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র উৎসব-২০১৮। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গান্ধীভবন অডিটোরিয়ামে শুরু হবে এই চলচ্চিত্র উৎসব। মঙ্গলবার কলকাতা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে CPDRS ও MSC- পক্ষ থেকে একথা জানানো হয়েছে। এই চলচ্চিত্র উৎসব শেষ হবে আগামী ২৫ ফেব্রুয়ারি। কলকাতা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র উৎসব-২০১৮-র মূল উদ্দেশ্য হল মানবাধিকার বর্তমানে কতটা সংকটের মধ্যে তা ছবির মাধ্যমে তুলে ধরা। রোহিঙ্গা থেকে দলিতদের উপর অমানবিক অত্যাচার সবই ফুটে উঠবে এই চলচ্চিত্র উৎসবের মাধ্যমে। মোট ৮ টি দেশের ৬০ টি মানবাধিকার সংক্রান্ত সিনেমা দেখানো হবে কলকাতা আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক চলচ্চিত্র উৎসব-২০১৮ তে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন CPDRS এর সম্পাদক অধ্যাপক প্রণব দাশগুপ্ত, MSC-র সম্পাদক ডাঃ অংশুমান মিত্র সহ প্রমুখ।
Be the first to comment