ছবি- রাজীব মুখোপাধ্যায়
বিভিন্ন ধরনের উৎসবে সাজানো ছিলো আজকের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এদিন আলিয়া ভাটকে দেখার জন্য যেমন লোক উপচে পড়ে, তেমনই নন্দিতা দাসের সত্যজিৎ রায় শীর্ষক বক্তৃতা শোনার উৎসাহ ছিলো যথেষ্ট। মুক্ত মঞ্চে সিনেমা তৈরির পিছনে মূল ভূমিকা কার? পরিচালকের নাকি প্রযোজকের? এই শীর্ষক আলোচনা দেখতে যেমন প্রচুর লোক আসেন, তেমনই নন্দন ২ এর প্রদর্শনী দেখতে আসেন অনেকেই। তার মধ্যে ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, জয়া বচ্চন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত।
এছাড়া রবীন্দ্র সদনে দেখানো হয় অপু ট্রিলজি। এটি দেখানোর আগে ফিল্ম রেস্টোরেশন অর্থাৎ ছবিকে কীভাবে সংরক্ষণ করা হবে সেবিষয়ে যে বিশাল কর্মকাণ্ড চলছে তাতে আলোকপাত করেন জয়া বচ্চন, ঋতুপর্ণা সেনগুপ্ত। ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং প্রসেনজিৎও। এদিন জয়া বচ্চন বলেন ফিল্ম আমার রিলিজিয়ন। আমার আর কোনও ধর্ম নেই। সিনেমা মানুষকে একসূত্রে বাঁধে।
এভাবেই সিনেমাকে কেন্দ্র করে নন্দন চত্বর তথা সারা বাংলায় উৎসাহ, উদ্দীপনা তুঙ্গে। নন্দন চত্বরে রবিবার যে চিত্র দেখা গেলো তাতে একথা বলাই যায় যে, ফিল্ম অনুরাগীর সংখ্যা বাংলায় কমা তো দূর অস্ত দিনকে দিন বেড়েই চলেছে।
দেখুন ছবি-
Be the first to comment