অর্থমন্ত্রক আজ ব্যাখ্যা করে জানিয়ে দিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন কমানোর কোনও রকম প্রস্তাব রাখা হয়নি। ইতিমধ্যে খবর রটছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন ২০ শতাংশ কমতে চলেছে। তারই প্রেক্ষিতে এবার অর্থমন্ত্রকের কাছ থেকে এমন বিবৃতি আসলো।
মন্ত্রকের পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, এমন রিপোর্টিং করতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকার কুড়ি শতাংশ হারে পেনশন কমানোর পরিকল্পনা করেছে। এমন খবর মিথ্যা। পেনশন দেওয়ার ক্ষেত্রে কোনও রকম কাটছাঁট করা হবে না। পাশাপাশি মন্ত্রকের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, বেতন এবং পেনশন কোনভাবেই প্রভাবিত হবে না সরকারের ক্যাশ ম্যানেজমেন্ট নির্দেশিকায়।
অর্থ মন্ত্রকের এই টুইট আবার রি টুইট করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন কমতে পারে বলে খবর রটায় অনেক অবসরপ্রাপ্ত কর্মীর দুশ্চিন্তা বেড়েছিল। এমনিতেই সুদের হার যেভাবে কমে যাচ্ছে তার ফলে অবসরপ্রাপ্তদের জীবন ধারণ কঠিন হয়ে পড়ছে। তার উপর যদি আবার পেনশনে কোপ পড়ে তাহলে তো কথাই নেই। সেক্ষেত্রে পেনশন কমছে না খবর পাওয়ার পর এইসব কেন্দ্রীয় সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরা অনেকটাই স্বস্তি পাবেন তা বলার অপেক্ষা রাখে না।
Be the first to comment