
রোজদিন ডেস্ক, কলকাতা:- হাওড়ার বেলগাছিয়ায় বিপর্যয়ের ৫ দিন পর এলাকা পরিদর্শনে গেলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম।স্বাভাবিক ভাবেই সাধারণ ক্ষতিগ্রস্ত মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠেন, এবং তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান। ঘরবাড়ি ছাড়া,গত ৪ দিন ধরে রাস্তায় জীবন অতিবাহিত করছেন শতাধিক মানুষ। প্রশাসনিক ব্যবস্থার ওপর তাঁদের রোশ স্বাভাবিক ভাবেই ফেঁটে পরার কথা।
হাওড়ার বেলগাছিয়ায় ধস বিপর্যয়ের জেরে, চরমে উঠেছে বাসিন্দাদের নরক-যন্ত্রণা। পানীয় জল নিয়ে সমস্যা কিছুটা মিটলেও, মাথার উপর দিয়ে বইছে সঙ্কটের ঝড়। এখন যে জল পাওয়া যাচ্ছে, তা পানের অযোগ্য বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। নিকাশি ব্যবস্থা বিপর্যস্ত। পায়ের গোড়ালি ডোবা নোংরা কালো জলে ডুবিয়ে চলাফেরা করতে হচ্ছে স্থানীয়দের। রাতভর পাম্প চালিয়ে পাশের একটি ঝিলে ফেলা হচ্ছে নোংরা জল। কিন্তু তাতেও সমস্যা মেটানো যায়নি।
যদিও এদিন ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে গিয়ে সার্ভে করলেন ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের আধিকারিকরা। এলাকারই একটি স্কুলে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য থাকার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু অস্থায়ী নয়, প্রশাসনের কাছে স্থায়ী সমাধান চাইছেন তাঁরা। হাওড়ায় এই বিপর্যয়ের জেরে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ভবিষ্যৎ কী হবে, রাজ্য সরকার কি পুনর্বাসনের দায়িত্ব নেবে, সরানো হবে কি বেলগাছিয়া ভাগাড়, এই নিয়ে নানা রকম প্রশ্নের উত্তর পেতে চেয়ে আছেন শতাধিক মানুষ।
Be the first to comment