দক্ষিণ লন্ডনের ওয়্যারহাউসে ভয়াবহ আগুন, ১২০ দমকলকর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে

Spread the love

বর্ষশুরুর মুখে ভয়াবহ আগুন ৷ অগ্নিকাণ্ডের জেরে জেরবার লন্ডন ৷ দক্ষিণ লন্ডনের ওয়্যারহাউসে ভয়াবহ আগুন লাগে ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২০টি ইঞ্জিন ৷ ১২০ জন দমকলকর্মীর সহায়তায় কয়েক ঘণ্টার মধ্যেই নিয়ন্ত্রণে আসে আগুন ৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় সোমবার সন্ধ্যে ৭.৩০ নাগাদ আগুন লাগে ৷ মুহূর্তের মধ্যে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয় ৷ যান চলাচল বন্ধ করে দেওয়া হয় ৷ বিল্ডিংয়ের ভিতর থেকে সবাইকে বের করে আনতে সক্ষম হলেও, আগুন নেভাতে হিমশিম খেয়ে যান দমকলকর্মীরা ৷

যদিও এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি ৷ দমকল সূত্রে খবর, ওই বিল্ডিংয়ের বেসমেন্টে প্রথম আগুন লাগে ৷ তারপর আসতে আগুনের লেলিহান শিখা গ্রাস করে নেয় গোটা বিল্ডিংটি ৷

অন্যদিকে, লন্ডনের ব্রিস্টলের একটি ক্লাবে কাল রাতে ভয়াবহ আগুন লাগে ৷ আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১২ টি ইঞ্জিন ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*