শহরে বিধ্বংসী আগুন। লকডাউনের মধ্যেই আগুন। নারকেলডাঙার ক্যানেল ওয়েস্ট রোডের বস্তিতে বিধ্বংসী আগুন লেগেছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের আটটি ইঞ্জিন।
দমকল সূত্রে খবর, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা নাগাদ বস্তিতে আগুন লাগে৷ খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে ২টি দমকলের ইঞ্জিন পাঠানো হয়৷ পরে ধাপে ধাপে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ৮টি ইঞ্জিন৷
এছাড়া ঘটনাস্থলে রয়েছে কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ও কলকাতা পুলিশ৷ কিভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি৷ তবে আগুনের গ্রাসে অনেকগুলি বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷ কিন্তু দমকলের দাবি, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই।
দমকলের দাবি, ঘন্টা খানেকের চেস্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন দমকল কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে নারকেলডাঙার ক্যানেল ওয়েস্ট রোডের একটি কাগজের গুদামে আগুন লাগে, সেখান থেকে আগুন বস্তিতে ছড়িয়ে পড়ে। পুড়ে গিয়েছে একটি লরিও।
কাগজের গুদামে আগুন লাগার পরই স্থানীয় বাসিন্দারা আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসে। লকডাউন চলায় বস্তিতে ঘরবন্দি ছিল প্রচুর মানুষ। ফলে আরও বেশি আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে নারকেলডাঙ্গার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়৷ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন৷
Be the first to comment