দিল্লির মূল এলাকার বাইরে বাওয়ানা এলাকায় রবিবার বিধ্বংসী আগুন লাগল। জানা যাচ্ছে, সকালবেলা আগুন লাগে এলাকার একটি কার্ডবোর্ড ফ্যাক্টরিতে। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের মোট ১৫ টি ইঞ্জিন।
দমকলের এক আধিকারিক জানিয়েছেন, সকাল ৭ টা ২৫ নাগাদ খবর দেওয়া হয় দমকল অফিসে। তৎক্ষণাৎ ছুটে আসে ১৫ টি দমকলের ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ।
দমকলের তরফে জানানো হয়েছে, এখনও আগুন নেভানোর কাজ চলছে। পাশাপাশি এক আধিকারিক নিশ্চিত করেছেন, এই ঘটনায় ওই ফ্যাক্টরির মধ্যে কেউ আটকে নেই।
এর আগে দিল্লির তিকরি বর্ডার এলাকায় বিধ্বংসী আগুন লাগে। ওই এলাকার একটি গোডাউনে এই ভয়াবহ আগুন লেগেছিল। আগুন লাগার খবর পেয়েই সেখানে ছুটে গিয়েছিল দমকলের মোট ৩০ টি ইঞ্জিন। পরে আগুন নেভাতে আসে আরও ৬ টি ইঞ্জিন।
ওই গোডাউনে বেশ কিছু টুকরো টুকরো জিনিস ছিল। সেগুলিতে আগুন লেগেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। যদিও ওই ঘটনাতেও কোনও মৃত্যু হওয়ার খবর সামনে আসেনি।
Be the first to comment